মেহেরপুর প্রীতি ফুটবলে ওল্ড ভার্সন জয়ী

মেহেরপুর অফিস: মেহেরপুর ইয়াং স্টার ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ওল্ড ভার্সন একাদশ জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ওল্ড ভার্সন একাদশ ও নিউ ভার্সন একাদশ মুখোমুখি হয়। এতে ওল্ড ভার্সন একাদশ ৮-২ গোলে নিউ ভার্সন একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের সেলিম, সাইফুল ও শিমুল ২ টি করে এবং সাজেদুল ও বাবু ১ টি করে গোল করেন। এছাড়া বিজিত দলের আকাশ একাই ২টি গোল করেন। বিপুল পরিমাণ দর্শক খেলাটি উপভোগ করে।

 

Comments (0)
Add Comment