মেহেরপুর অফিস: মেহেরপুর জাগ্রত তরুণ সম্প্রদায়ের উদ্যোগে মেহেরপুর বোসপাড়া মাঠে শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর আল মামুন, সাইদুর রহমান উজ্জল প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অগ্রগামী ক্রীড়াচক্র জয়লাভ করেছে। খেলায় অগ্রগামী ক্রীড়াচক্র ২-০ গোলে মেহেরপুর কদমতলা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শাকিব একাই দু’টি গোল করেন।