মেহেরপুর অফিস: মেহেরপুরের দিঘিরপাড়া গ্রামে সামাজিক দূরত্ব মেনে দিঘীরপাড়া নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ঠিকাদার হাসেম আলী। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল ও সাবেক ছাত্রনেতা রাহিনুরজামান পলেন। টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মিন্টু দল ও সাকিব দল। খেলা পরিচালনা করেন সিদ্দিক আলী। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্বল্প সময় আর শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। আজ শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।