মেহেরপুর অফিস: মেহেরপুর প্রাক্তন ফুটবল একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবলে জমিদার একাদশ জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মেহেরপুর জমিদার একাদশ ৫-২ গোলে মেহেরপুর কাশ্যবপাড়া একাদশকে পরাজিত করেছে। বিজয়ী জমিদার একাদশের সেলিম ২টি, আকাশ, জিকো ও বাবু একটি করে গোল করেন। কাশ্যবপাড়া একাদশের লিখন একাই ২টি গোল করেন। বিপুল পরিমাণ দর্শক খেলাটি উপভোগ করেন।