মেহেরপুরে এনামুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুরের আমঝুপি ইউনিয়নে খোকসা গ্রামে এনামুল হক (কাদামিয়া) স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আমঝুপি খোকসা মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে মেহেরপুর ৭নং ওয়ার্ড দল প্রথমে ব্যাট করে ১৪ ওভারে ১৬৭ রানের টার্গেট দেয়। জবাবে বন্দর দক্ষিণপাড়া দল ১৪ ওভারে ১৪৫ রান সংগ্রহ করে। ফলে ২২ রানের ব্যবধানে মেহেরপুর ৭নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা মেহেরপুর ৭নং ওয়ার্ডের ক্রিকেটার সাঈদ আহমেদ জিকো ফাইনাল ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এ সময় প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম, সঞ্চালনা করেন শফিকুল খান, বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম, সমাজসেবক ও খোকসা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ কবরস্থানের সভাপতি, ফজলে রাব্বি। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক, রাজনৈতিক ও সমাজসেবক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট আয়োজক কমিটি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।