মেহেরপুর অফিস: মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরের প্রাক্তন ক্রিকেটারদের সমন্বয়ে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সবুজ দল ১৬ রানে জয়লাভ করে। টচে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সবুজ দল নির্ধারিত ৬ ওভারে ৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েল সর্বোচ্চ ১৩ রান করেন। লাল দলের পক্ষে রাজিব ২টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে লাল দল ৭ উইকেট হারিয়ে মাত্র ৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওয়াহেদ ১৪ রান করেন। সবুজ দলের টিটু একটি উইকেট লাভ করেন।
খেলা শেষে গতকাল দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে কেক কাটা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নূরুল আশরাফ রাজীব, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, জেলা ক্রিকেট দলের কোচ হাসানুজ্জামান হিলোন, সাবেক ক্রিকেটার টিটু, মাসুম, জিকো প্রমুখ।