মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ ফুটবল ও ভলিবল বিতরণ করেন।
২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অর্থায়নে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফুটবল ও ভলিবল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও লতিফুনেছা লতা। বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।