মুশফিকপত্নীর পর মুখ খুললেন রিয়াদের স্ত্রী

 

স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তার দলে থাকা না থাকা নিয়ে গত কিছুদিন কম আলোচনা হয়নি। গত ইংল্যান্ড সিরিজের পর থেকে আর দলে সুযোগ পাচ্ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। কবে ফিরতে পারেন সেটাই ছিল বড় প্রশ্ন। এশিয়া কাপের দল ঘোষণার মধ্যে দিয়ে তার উত্তর মিললো আজ। নাজমুল হাসান পাপন বরাবরই এ কথা বলেছিলেন যে এশিয়া কাপের দলটাই হবে বিশ্বকাপের দল। তাই যদি ঠিক থাকে তবে মাহমুদউল্লাহর বিশ্বকাপ দলে থাকার কোনো সুযোগই নেই। ক্রিকেটার রিয়াদকে হয়তো দলে থাকতে না পারার হতাশা গ্রাস করেছে। যদিও সেটা প্রকাশ পায়নি। তবে তার পরিবারের মাঝে সেটার ভালোই প্রভাব পড়েছে। মাহমুদউল্লাহকে না নেয়ার ইস্যুতে ক্ষোভ জানিয়েছেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত ম-ি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অবিচার করা এখন নতুন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।’ মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম সম্পর্কে ভায়রা ভাই। টাইগার ভক্তদের সবারই জানা, আপন দুই বোনকে বিয়ে করেছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার। শ্যালিকার ক্ষোভ জানানোর ৮ ঘন্টা পর এবার মুখ খুললেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিস্টি। যেখানে বেশ কয়েকটি দাবি তুলে ধরে তুলে ধরেছেন মিষ্টি। মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়। আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য বিশ্রামের ট্রেন্ড বন্ধ করে তাদের অবসরের অধিকার যেন কেড়ে নেয়া না হয়। এছাড়া মাহমুদউল্লাহকে বাদ দেয়ার যৌক্তিক কারণও জানেন না বলে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন তার স্ত্রী মিস্টি।

Comments (0)
Add Comment