মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ সংহতি সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে পাবনার সায়বার কিংস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। জবাবে যশোর কোচিং ক্লাব ৭ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিল্টু। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি সহীদুদ্দোজা মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান। সংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ। বিশিষ্ট ক্রীড়া সংগঠক তুষার, হীরালাল, সুমন, রতন, রনি, তাপু, জুয়েল, আকাশ। স্কোরের দায়িত্ব ছিলেন স্বাক্ষর ও আমিরুল। খেলাটির ধারাভাষ্যে ছিলেন হেলাল ও মাহফুজ। ক্যামেরায় ছিলেন ছাকিন। ডিজিটাল স্কোর বোর্ড ও স্কিন ম্যানেজমেন্টে ছিলেন সানি, রাজাবুল, জুনায়েদ।