মুন্সিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে কুষ্টিয়াকে হারিয়ে রাজবাড়ীর শুভসূচনা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে কুষ্টিয়া ফেয়ারনেস ফাইটার একাদশকে হারিয়ে রাজবাড়ী ক্রিকেট একাডেমি শুভ সূচনা করেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী ক্রিকেট একাডেমি টসে জিতে কুষ্টিয়া ফেয়ারলেস ফাইটারকে ব্যাটিংয়ে পাঠায়। কুষ্টিয়া ফেয়ারনেস ফাইটার একাদশ ১৯.৫ ওভার বল খেলে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে রাজবাড়ী ক্রিকেট একাডেমী একাদশ ১৭.৪ ওভার খেলে ২ উইকেটের বিনিময়ে ১১৮ রান করে। ফলে ৮ উইকেটের জয় পায় তারা। খেলাটির আম্পায়ারের দায়িত্ব ছিলেন চুয়াডাঙ্গার খ্যাতিমান আম্পায়ার আব্দুল মালেক ও টুটুল মোল্লা। থার্ড আম্পায়ারের দায়িত্ব ছিলেন আবিদ। ধারাভাষ্যে ছিলেন হেলাল ও মাহফুজ। সেরা দর্শকের পুরস্কার জেতেন রকিবুজ্জামান ও শুকুর আলী। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুদ্দোজা মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান। সংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ। বিশিষ্ট ক্রীড়া সংগঠক তুষার, হীরালাল, সুমন, রতন, রনি, জুয়েল, আকাশ। স্কুলের দায়িত্ব ছিলেন স্বাক্ষর ও আমিরুল। খেলাটির ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজবাড়ী ফেয়ারনেস ফাইটারের অধিনায়ক রিদ্বিত। রিদ্বিত ও হৃদয় হাফ সেঞ্চুরি করেন।
আগামীকাল কুষ্টিয়া রোজার রাইটার্স ও মেহেরপুর ইয়াং টাইগার অংশগ্রহণ করবে। প্রতিবারের মতো এবারও দৈনিক মাথাভাঙ্গা খেলাটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।