মুজিবনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়াজনে বল্লভপুর মিশন ফুটবল খেলার মাঠে উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীনের সভাপতিত্বে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে করে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মি. বাবুল মল্লিক, মুজিবনগর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, বল্লভপুর চার্চ রেভা: লরেন্স মৃত্যুজয় ম-লসহ অত্র ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

Comments (0)
Add Comment