স্টাফ রিপোর্টার: লক্ষ্যমাত্র ১২২ রানের। চলতি বিপিএলে যে হারে রান হচ্ছে, তাতে এই লক্ষ্য নিতান্তই মামুলি ব্যাপার। অল্প রান তাড়া করতে গিয়েও ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। তবে কোনো অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত ডেভিড মালানের ফিফটিতে সহজ জয়ই পেয়েছে তামিম ইকবালের দল। চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান মজবুত করেছে বরিশাল। রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ৮ উইকেটে ১২১ রান করে চিটাগং। ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রান তুলতেই ৫ উইকেট হারায় চিটাগং। স্বাগতিক দলের টপঅর্ডারদের মধ্যে উসমান খান ও মোহাম্মদ মিঠুন কিছু রান পেলেও উইকেটে দাঁড়াতেই পারেননি পারভেজ হোসেন ইমন (৩ বলে ১), গ্রাহাম ক্লার্ক (৪ বলে ৮), হায়দার আলী (৩