বড় হারের স্বাদ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখছে বাংলাদেশ

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হবে বাংলাদেশের। তার আগে নিজেদের প্রস্তুতির জন্য একটি ম্যাচই খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুবাই অ্যাকাডেমি মাঠে গতকাল সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল। মূল পর্বের আগে ঘাম ঝরানো ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটারদের ব্যর্থতার ছাপ ভালো করেই দেখা দিয়েছে। ১০ ওভারে ৬০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে শান্তরা। এরপর সৌম্য ও মিরাজের ব্যাটে বড় রানের আভাস পেলেও তা টেনে নিতে পারেনি টাইগাররা। শেষ পর্যন্ত ২০২ রানে আলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল। আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে বোলাররা শুরুটা ভালোই করেছিলেন। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে স্কোরবোর্ডে রান তুলতে দেননি টাইগার বোলাররা। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান সংগ্রহ করতে পারে কেবল ৪২ রান, বিনিময়ে বাংলাদেশ তুলে নেয় ২ উইকেট। পাওয়ার প্লের পরও টাইগার বোলাররা ভালোই করেছেন। তবে শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান এ দল। এর আগে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।