মাথাভাঙ্গা মনিটর: লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে রইল রিয়াল। গত বৃহস্পতিবার রাতে করিম বেনজেমার জোড়া গোলে ৩-০ গোলে বড় জয় পেয়েছেন তারা। করোনাকালের মধ্যেই শুরু হওয়া লিগে রিয়াল মাদ্রিদের মাঠে ফেরার পর পারফরম্যান্সের দিকে তাকিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। সমর্থকদের হতাশ করেনি জিনেদিনে জিদানের দল। এদিন স্বাগতিক রিয়ালের সঙ্গে প্রথমার্ধে ভালোই লড়াই চালিয়েছিলো ভ্যালেন্সিয়া। তবে দ্বিতীয়ার্ধে নেমে সেই ধারা আর বজায় রাখতে পারেননি তারা। রিয়াল মাদ্রিদের গোছানো ফুটবলের সামনে কুপোকাত হলো দলটি। ৬১ মিনিটে ইডেন হ্যাজার্ডের পাস থেকে দারুণ এক ফিনিশিং আনেন বেনজেমা। যা পরাস্ত করে ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে। এর পর চমক দেখান মার্কো আসেনসিও। ১১ মাস পর ইনজুরি থেকে ফিরেই নিজের জাত চেনান এই স্প্যানিশ তারকা। ৭৪ মিনিটে ভালভার্দেকে তুলে আসেনসিওকে মাঠে নামান জিদান। এর ৩১ সেকেন্ডের মাথায় মেন্দির ক্রসকে কাজে লাগিয়ে গোল করে বসেন ২৪ বছর বয়সী আসেনসিও। ২ গোল পিছিয়ে থেকে একেবারেই ব্যাকফুটে চলে যায় ভ্যালেন্সিয়া। সুযোগ হাতছাড়া করেননি বেনজেমা। ফের আঘাত হানেন ভ্যালেন্সিয়ার শিবিরে। ৮৬তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। ৮৯ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়ার বদলি খেলোয়াড় লি কেং। বাকিটা সময় ১০ জনের ভ্যালেন্সিয়া গোল পরিশোধের চিন্তাই করতে পারেনি। ফল ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন লস ব্লাঙ্কোসরা। ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিওনেল মেসির বার্সেলোনা।