স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের এ দুর্যোগে চলমান সহায়তা কার্যক্রমে ক্রিকেটাররা এবার দাঁড়িয়েছেন বিসিবির স্বল্প বেতনের কর্মচারীদের পাশে। দেশের নানা জায়গায় বিসিবির মাঠকর্মী, ক্লিনার, ড্রাইভারসহ সাড়ে তিনশ কর্মচারীকে করা হচ্ছে আর্থিক সহায়তা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন থেকে যে তহবিল গঠন করা হয়েছিলো, সেখান থেকে এই সহায়তা করা হয়েছে। বোর্ডের মাধ্যমেই এ অর্থ পৌঁছে দেয়া হচ্ছে কর্মচারীদের কাছে। এ তহবিল থেকে সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। সেখানে দৈনিক এক হাজার মানুষকে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়াও এ তহবিল থেকে ক্রিকেটারদের নিজ এলাকায় সহায়তা করা হয়েছে। এ মহামারীর শুরু থেকেই ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে ও দলীয়ভাবে নানা সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন।