বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের শুভসূচনা

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচকে ডাকা হয় সুপার ক্লাসিকো। ফুটবল দুনিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ সম্ভবত এই সুপার ক্লাসিকোই। অথচ গত সোমবার রাতে নীরবেই হয়ে গেল আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা, সেটাও আবার বিশ্বকাপ বাছাই পর্বে। আসলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা ফুটবলের ময়দানে ছিল না। আর্জেন্টিনা আর ব্রাজিল আসলে মুখোমুখি হয়েছিল ক্রিকেটের ময়দানে। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচটিতে জয় পেয়েছে ব্রাজিল। সোমবার বুয়েন্স এইরেসে ২০২৬ এর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা রিজিয়নের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়েছে ব্রাজিল। স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতিতে এই আঞ্চলিক বাছাই পর্বের শীর্ষ দল যাবে বাছাই পর্বের গ্লোবাল রাউন্ডে। আর্জেন্টিনাকে হারিয়ে সেই পথে প্রথম পদক্ষেপ রাখল ব্রাজিল। এদিন টস জিতে ব্রাজিলকে ব্যাটিংয়ে পাঠায় আর্জেন্টিনা। ব্রাজিল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে। জবাবে আর্জেন্টিনা ১৫.১ ওভারে মাত্র ৪৪ রানেই গুটিয়ে যায়। আগে ব্যাট করা ব্রাজিল খেলেছে টেস্টের ঢংয়ে। তারপরও উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। প্রথম ওভারেই লিন্ডসে বোয়াস এবং রবের্তা আভেরই আউট হন, দলীয় রান তখন মোটে ১। দলীয় ২৬ রানে আউট হয়ে যান ২১ বলে ৯ রান করা লরা কারদসো। ২৮ বলে ১৪ রান করা লরা আগাথাও ৩৯ রানের মাথায় বিদায় নেন। ব্রাজিলের পক্ষে তিনিই সর্বোচ্চ রান করেন। মনিকে মাচাদো ৭, আনা সাবিনো ৯ রান করেন। ইনিংসের শেষ বলে অষ্টম উইকেট হিসেবে বিদায়ের আগে অধিনায়ক ক্যারোলিনা নাসিমন্তো ২৭ বলে ১২ রান করেন। ব্রাজিলের পুরো ইনিংসে কেউই কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি।