মাথাভাঙ্গা মনিটর: অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনের কথা রয়েছে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপ ও ভারত সিরিজ আয়োজন করতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনা সংক্রমণের কারণে দার্শকশূন্য মাঠে বিশ্বকাপ ও ভারত সিরিজ আয়োজনের চিন্তা করছে অস্ট্রেলিয়া। যদি দর্শকশূন্য গ্যালারিতে বিশ্বকাপ আয়োজন করা হয় তাহলে প্রায় ৩০০ মিলিয়ন ডলার লোকসান হতে পারে। অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক সোমবার জানিয়েছেন, বিশ্বকাপের পর ডিসেম্বরে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজও আমরা আয়োজন করতে চাই। সূচি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু মাঠে দর্শকদের প্রবেশ করতে দেয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। অস্ট্রেলিয়ার এক রেডিয়ো চ্যানেলে কোলবেক আরও বলেছেন, আমরা জানি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তাদের সম্পূর্ণ আলাদা রাখার ব্যবস্থাও করতে রাজি। কিন্তু করোনার প্রভাব বিস্তার রোধে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তিনি আরও বলেন, করোনা আক্রান্ত দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ। বিশ্বকাপ হলে এই নিষেধাজ্ঞা তুলতে হবে। ক্রিকেটাররা খেলতে আসুক তাতে কোনে সমস্যা নেই। কিন্তু বিদেশি সমর্থকদের আসতে দেয়া হবে কি না সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। কোলবেক বলেন, বিশ্বকাপ আয়োজনের জন্য সব দিক থেকেই আমরা প্রস্তুত রয়েছি। সব রকম নির্দেশনা আর পরামর্শ মেনেই বিশ্বকাপ আয়োজন করা হবে।