বাফুফের নিবন্ধনভুক্ত ক্লাবের মর্যাদা লাভ করলো চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধনভুক্ত ক্লাবের মর্যাদা লাভ করলো চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এ্যাক্রিডিটেশন স্কিমের আওতায় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে সার্টিফিকেট প্রদান করেছে। রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির কোচ ও পরিচালক ঢাকার ব্রাদার্স ইউনিয়ান ক্লাবের সাবেক অধিনায়ক কৃতি ফুটবলার তরিকুল ইসলাম তরুর হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। ২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম চলে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব (পুরাতন স্টেডিয়াম) মাঠে। মাত্র ২০ জন ফুটবলার নিয়ে এই একাডেমির যাত্রা শুরু করলেও বর্তমানে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে প্রায় দেড়শতাধিক ফুটবলার।
চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাবেক ফুটবলার তরিকুল ইসলাম তরু বলেন, সকলের দোয়ায় অতি অল্প সময়ের মধ্যে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির ফুটবলাররা স্থানীয় বিভিন্ন ফুটবল লিগ, বয়স ভিত্তিক টুর্নামেন্টসহ ঢাকার নামিদামি ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতেও ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে আমার একাডেমির ফুটবল খেলোয়াড়রা। এছাড়া চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন টুর্নামেন্টে আমার একাডেমির ফুটবল খেলোয়াড়রা ভালো ফুটবল খেলে চুয়াডাঙ্গা জেলা তথা চুয়াডাঙ্গা ফুটবল একাডেমীর মুখ উজ্জ্বল করেছে। আমি চুয়াডাঙ্গার ফুটবল সংগঠক ও জেলার দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই, আমার একাডেমির জন্য কোন আর্থিক সহায়তা লাগবে না। শুধুমাত্র আপনাদের সমর্থন এবং ভালো কাজের স্বীকৃতি পেলেই আমার পথচলা সহজ হবে। এ ধরনের স্বীকৃতি ও সমর্থন পেলে চুয়াডাঙ্গা জেলার গৌরবময় সোনালী ফুটবল অতীত ফিরিয়ে আনা সম্ভব। গত ২৫ এপ্রিল রাজশাহী জেলা পরিষদের হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাফুফে ও ফিফা এএফসির সহযোগিতায় সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করা হয় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে। বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর মাহাবুবুল আলম পলো চুয়াডাঙ্গা একাডেমির সকল দিক ও প্রশিক্ষণ কার্যক্রম বিবেচনা করে চূড়ান্তভাবে মনোনীত করে ওয়ান স্টার লাইসেন্স প্রদান করেন।