স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কান্টিী গেমস অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি ও খুলনা বিভাগের জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা, আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে যৌথ জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে আয়োজিত সভায় চুয়াডাঙ্গা জেলা কমিটির উপদেষ্টা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাগারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার জনপ্রিয় খেলাধূলাকে জাগ্রত করতে হবে। সেজন্য কেন্দ্রীয়ভাবে কমিটি উদ্যোগ গ্রহণ করলে আমরা জেলা কমিটি থেকে তা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবো। ঐতিহ্যবাহী জনপ্রিয় গ্রামীণ খেলাধূলা আমাদের সাংস্কৃিতর অঙ্গ। তাই এ খেলাধূলাকে হারিয়ে যেতে দেয়া হবে না। সভায় যুক্ত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাংবাদিক সমাজের অগ্রজ, কৃষি ও কৃষক বান্ধব ব্যক্তিত্ব শাইখ সিরাজ, কমিটির সাধারণ সম্পাদক ফাইয়াজ আহম্মেদ, চ্যানেল আই-এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আদিত্য শাহিনসহ কেন্দ্রীয় কমিটির সদস্যগণ। এছাড়া চুয়াডাঙ্গা জেলা কমিটির পক্ষে আলোচনায় অংশ গ্রহণ করবেন কমিটির উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, জেলা কমিটির সদস্য সচিব চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, কমিটির নির্বাহী সদস্য সাবেক কৃতি ক্রিকেটার সংগঠক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু ও নির্বাহী সদস্য জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারল সম্পাদক সেলিনা খাতুন।