বাংলাদেশ এখন প্রতিটি ম্যাচ জয়ের ব্যাপারে বিশ্বাস করে

স্টাফ রিপোর্টার: একটা সময়ে বাংলাদেশের ক্রিকেট মানেই ছিলো পরাজয়। ম্যাচে কতটা ‘সম্মানজনকভাবে’ হারা যায় সেই চিন্তা করতো সবাই। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। গত ৫ বছর ধরে বাংলাদেশ বদলে যাওয়া এক দল। ওয়ানডে ফরম্যাটে তো বেশ শক্তিশালী দল। যে কারণে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, টাইগাররা এখন প্রতিটি ম্যাচ জয়ের ব্যাপারে বিশ্বাস করে এবং ভক্ত-সমর্থকরাও জানে দলের দক্ষতা সম্পর্কে। ক্রিকইনফোর আয়োজনে ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে এক লাইভ শোতে বাংলাদেশের ৩১ বছর বয়সী ওপেনার বলেন, ‘সম্ভবত ৫-৬ বছর আগে, যখন কোনো বড় দলের বিপক্ষে খেলতাম তখন ম্যাচের ফল কী হবে তা আগে থেকে আমরা বুঝে ফেলতাম। জয় বা পরাজয় নিয়ে কেউ ভাবতো না। তবে আমরা এখন এভাবে ভাবি না, এটাই সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছে।’ ধারাবাহিক জয়ের ফলে দলের মানসিকতায় পরিবর্তন হয়েছে। ড্রেসিংরুমেও ফিরে এসেছে আত্মবিশ্বাস। ক্রিকেটারদের মানসিকতা নিয়ে তামিম ইকবাল বলেন, ‘যখন আমরা ড্রেসিংরুমে বসি, আমরা জানি, আমাদের জিততে হবে এবং আমরা জিততে পারি। আমাদের সেই বিশ্বাস আছে। গত ১০ বছরে এটাই সবচেয়ে পরিবর্তন যা দলে জায়গা করে নিয়েছে। এমনকি সমর্থকরাও এখন জানে যে বাংলাদেশের জয়ের সুযোগ আছে।’

 

Comments (0)
Add Comment