মাথাভাঙ্গা মনিটর: শেষ হয়ে যাচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের আরও একটি বছর। বছরের শেষ প্রান্তে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের নাম জানানোর উদ্যোগ নিয়েছে। যেখানে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। তার সঙ্গে লড়াইয়ে আছেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আগামী ১৭-১৮ জানুয়ারিতে এই পুরস্কার ঘোষণা করা হবে।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেল এই তালিকা তৈরি করেছে। এর আগে বছরের সেরা টেস্ট ক্রিকেটার পুরস্কারে মনোনীত হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, শ্রীলঙ্কার দিমুথ করুনারাতেœ ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। টি-টোয়েন্টিতে বর্ষসেরার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।