বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে মুজিবনগর ফাইনালে

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনূর্ধ্ব-১৭ তে মুজিবনগর উপজেলা দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ মেহেরপুর পৌর একাদশ মাঠে না আসায় মুজিবনগর উপজেলা দল ওয়াক ওভার লাভ করে জেলা পর্যায়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ মঙ্গলবার মুজিবনগর উপজেলা মেহেরপুর সদর উপজেলার দলের বিপক্ষে ফাইনালে খেলবে।
অপরদিকে, মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ তে মুজিবনগর উপজেলা দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিন মেহেরপুর পৌর একাদশ ও মুজিবনগর উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোলশূণ্য ড্র হয়। এতে খেলাটি টাইব্রেকারে গড়ায়। অবশেষে ৪-২ গোলে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

 

Comments (0)
Add Comment