দর্শনা অফিস: দর্শনা আজমপুর ডিফেন্স ক্লাবের আয়োজনে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আজমপুর ইটভাটা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশ নেয় তৃষা গার্মেন্টস ও মামা-ভাগ্নে একাদশ। নির্ধারিত ১ ঘণ্টায় কোন পক্ষ গোল করতে না পারায় ৩ টাইব্রেকারের ব্যবস্থা করে টুর্নামেন্ট পরিচালনা পর্ষদ। এতে মামা-ভাগ্নে একাদশকে ১-০ গোলে হারিয়ে তৃষা গার্মেন্টস জিতেছে। খেলা পরিচালনা করেন রাজিব, জীবন ও অন্তর। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন, সড়–জ, অন্তু, সাগর, আরিফ, রুবেল, সাব্বির, আবির, সুমন, শিহাব, ইমরান, শামীম, সালাউদ্দিন, শফিকুল, জিহাদ। সার্বিক পরিচালনায় ছিলেন, মনিরুজ্জামান মিঠু। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সাবেক সভাপতি হানিফ ম-ল, হোটেল ব্যবসায়ী খন্দকার জহিরুল ইসলাম, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন, তৃষা গার্মেন্টেসের শেখ সোলাইমান মিয়া, পদ্মা সংবাদের সম্পাদক আ. রহমান অনিক, বার্তা সম্পাদক শেখ ইব্রাহিম ইবু প্রমুখ।