ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

মাথাভাঙ্গা মনিটর: গত বছর অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল। এরপর বছর না ঘুরতেই আবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে এ দুই দেশ। তবে এবার আর পুরুষদের ক্রিকেটে নয়, নারীদের ক্রিকেটে শিরোপার লক্ষ্যে লড়বে ভারত-দক্ষিণ আফ্রিকা। সেটিও আবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে। ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় সেমিতে ভারত মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। শেষ চারের এই লড়াইয়ে ইংলশিদের ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। এর আগে ২০২৩ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শুক্রবার কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে দ্বিতীয় সেমিতে আগে ব্যাট করে ভারতকে ১১৪ রানের লক্ষ্য দিয়েছিল ইংলিশ নারীরা।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ম্যাচটি জিতে নিয়েছে ৯ উইকেটের ব্যবধানে। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে করে ১০৫ রান করেছিল অজিরা। জবাবেব ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় ফাইনাল নিশ্চিত করে প্রোটিয়া নারীরা