কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় কার্পাসডাঙ্গা স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কার্পাসডাঙ্গা স্পোর্টিং ক্লাব উপজেলার পাটাচোরা একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারলে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কার্পাসডাঙ্গা স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে পাটাচোরা একাদশকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক পিন্স সাজ্জাদ। অপরদিকে ভালো খেলার জন্য গোলকিপার বাবু ও নাসিমকে পুরস্কৃত করা হয়। খেলা পরিচালনা করেন আবু বক্কর, আব্দুস সামাদ ও রফিক। খেলাটির ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মানিক ও রাব্বি।