পিএসএলের ড্রাফটে সাকিবসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

স্টাফ রিপোর্টার: আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটের টেবিলে থাকছে সাকিবসহ বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন তারা। ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন-সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং তাওহিদ হৃদয়। তবে তরুণ গতিময় পেসার নাহিদ রানার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে স্থান পেয়েছেন বেশ কয়েকজন।
অন্যদিকে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পিএসএল একই সময়ে আয়োজনের কারণে আইপিএলে দল না পাওয়া আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের অনেকেই পিএসএলের প্রতি ঝুঁকছেন। এবারের পিএসএল ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। ড্রাফটে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন ১৯ দেশের মোট ৫১০ জন ক্রিকেটার। প্রতি বছর পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে আয়োজিত হয়। তবে এ বছর একই সময়ে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড এপ্রিল-মে মাসে পিএসএল আয়োজনের পরিকল্পনা করেছে। কিন্তু ওই একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএলও। ফলে দুই টুর্নামেন্টের সময়সূচি নিয়ে সমন্বয়ের চ্যালেঞ্জ রয়ে গেছে।