মাথাভাঙ্গা মনিটর: করোনার কারণে দীর্ঘ সময় মাঠে খেলাধুলা ছিল না। মহামারি কাটিয়ে খেলাধুলা মাঠে ফিরলেও দর্শক প্রবেশে ছিল কঠোর নিষেধাজ্ঞা। সময়ের সাথে সাথে অনেক দেশই সেই নিষেধজ্ঞা তুলে নিয়েছে।এবার পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজেও দেখা যাবে মাঠভর্তি দর্শক। সিরিজে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার (এনসিওসি)। ২৪ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ উপলক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। শতভাগ দর্শকের ব্যাপারে এনসিওসি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), সিন্ধু ও পাঞ্জাব কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, দর্শকদের নির্ধারিত কিছু সুরক্ষা নিয়ম মেনে চলতে হবে। এই শর্তেই স্টেডিয়ামে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। শতভাগ দর্শক প্রবেশের ক্ষেত্রে প্রথম সুরক্ষা নিয়ম হলো করোনা ভ্যাকসিন নেয়া। ১২ বছর বা তার বেশি বয়সী কারো ক্ষেত্রে টিকার সম্পূর্ণ ডোজ নেয়ার শর্তেই মাঠে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে ১২ বছরের কম বয়সী শিশুরা টিকা ছাড়াই মাঠে প্রবেশ করতে পারবে। করোনা সুরক্ষা নিয়মগুলোর মধ্যে আরেকটি হলো, মুখে মাস্ক পড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। খেলা চলাকালীন সারাক্ষণ সেটা সঙ্গে রাখতে হবে। মুখ থেকে খোলা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে। পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ শুরু হবে সিরিজের উদ্বোধনী টেস্ট। করাচি এবং লাহোরে আয়োজন করা হবে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট।