স্টাফ রিপোর্টার: গেল সোমবার তামিম ইকবাল রীতিমতো মৃত্যুকে খুব কাছাকাছিই দেখে এসেছেন। ২২ মিনিট তার কোনো হৃদস্পন্দন ছিল না। সেখান থেকে চিকিৎসা নিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার খুব কাছাকাছি আছেন তিনি। তবে নিজের এভাবে হার্ট অ্যাটাকের কবলে পড়াটাকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না তামিম। বিষয়টা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের প্রধান প্রফেসর শাহাবউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘তামিমের যেটা হলো, ও এটাকে (হার্ট অ্যাটাক) নিতে পারছে না। সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি। তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে। অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে।’ সে কারণে একজন মনোবিদও নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শাহাবউদ্দিনের কথা, ‘মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সিলর সম্পৃক্ত করেছি। এটার সঙ্গে কীভাবে মানিয়ে নেয়া যায়, তা নিশ্চিত করতে (কাউন্সিলর) ওর জিজ্ঞাসাগুলো শুনবে, ওর প্যানিক শুনবে। তারপর সেভাবে ওই কাউন্সিলর নির্দেশনা দেবেন।’ তামিম এই সপ্তাহখানেক আগে ৩৬ বছরে পা দিয়েছেন। এই বয়সে এমন পরিস্থিতিতে পড়াটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়া সম্ভব নয়, মানছেন মেডিক্যাল বোর্ডের প্রধান। তার কথা, ‘এই বয়সে হার্ট অ্যাটাক হবে, সে এটা কীভাবে মানবে! মাত্র ৩৬ বছর বয়স। মেনে নেয়া খুব কঠিন। তবে মানিয়ে নিতে হবে। এজন্যই আমরা কাউন্সিলিং শুরু করেছি। আমরাও কার্ডিয়াক কাউন্সিল করছি, পুনর্বাসন চলছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’