নিউজিল্যান্ডের মাঠে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তাই লঙ্কানদের কাছে তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল সম্মান রক্ষার। এই ম্যাচে কিউইদের ১৪০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে শ্রীলঙ্কা। শনিবার আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ২৯১ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৫০ রানেই গুঁটিয়ে যায় কিউইরা। এতে ১৪০ রানের জয় পায় লঙ্কানরা। এই ম্যাচ জিতলেও তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি কিউইরা। মার্ক চাপম্যান ছাড়া নিউজিল্যান্ডের আর কেউই দাঁড়াতে পারেননি। প্রথম ছয় ব্যাটারের বাকি সবাই ফেরেন এক অঙ্কের ঘরে। একপর্যায়ে ২১ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৭৭ রানে পড়ে তাদের ৭ উইকেট। এক প্রান্ত আগলে রেখে ৮১ রানের ইনিংস খেলে দেড়শো পর্যন্ত নিয়ে যান চাপম্যান। শ্রীলঙ্কার হয়ে আসিতা, থিকসেনা ও ইশান মালিঙ্গা তিনটি করে উইকেট শিকার করেন। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় লঙ্কানরা। ৬৬ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন নিশাঙ্কা। ১৭ রান করে আউট হন আবিস্কা ফার্নেন্দো। এরপর কুশন মেন্ডিসের ৫৪ রান এবং কামিন্দুর ৪৬ রানে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় শ্রীলঙ্কা। শেষ দিকে লিয়ানাগে নেমেও ৫২ বলে করেন ৫৩। সøগ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ভূমিকা রাখলে ২৯০ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা।