স্টাফ রিপোর্টার: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয় না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। আগামী ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে বাছাইপর্বের লড়াইয়ের। তবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন, ১০ এপ্রিল। ওই দিন লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড। দলের দ্বিতীয় ম্যাচ ১৩ এপ্রিল, আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর ১৫ এপ্রিল একই ভেন্যুতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ এপ্রিল লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচও হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। মূল লড়াইয়ের আগে ৫ ও ৭ এপ্রিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ছয় দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে বাছাইপর্ব। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল পাবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট। ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে পাকিস্তান যদি বিশ্বকাপে জায়গা করে নেয়, তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।