দামুড়হুদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার ্িবকাল ৪টার দিকে  উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।অনুষ্ঠানের শুরুতে কোরান তেলুয়াত করেন,আসাদুজ্জামান।জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। এসময় প্রধান অতিথী বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে। উঠতি বয়সের যুবকদের বিকালে মোবাইলে ফেসবুক না দেখে খেলার মাঠ মুখি হওয়ার আহবান জানান। আট টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ৯টি দল নিয়ে এই টুন্মান্টের উদ্বোধনী খেলায়  অংশ নেয় কুড়–লগাছি বনাম নাটুদা ইউনিয়ন। প্রতিদন্দিতা পূর্ন খেলা নির্ধারিত সময়ে ১-১গোলে শেষ হয়। পরে ট্রাইবেকারে কুড়–লগাছি ইউনিয়ন ৩-১গেলে নাটুদা ইউনিয়ন দলকে পরাজিত করে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন,মাছুদুর রহমান খোকন,ইউসুফ আলি ও নিপুন হোসেন। ধারাভ্যষ্য ছিলেন মোস্তাফিজুর রহমান, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহাফুজুর রহমান মনজু,উপজেলা সহকারী কমিশনার (ভ’মি)সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হযরত আলি,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস,জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন, হাউলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলি,সাবেক ফুটবলার গিয়াস উদ্দীন পিনা প্রমুখ। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুন্নবী।

Comments (0)
Add Comment