স্টাফ রিপোর্টারঃ দামুড়হুদা উপজেলার বদনপুর-নাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দামুড়হুদা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নাপিতখালী-বদনপুর গ্রামের নবনির্বাচিত মেম্বার আশরাফুল আলম সুমন এর সৌজন্যে “নবনির্বাচিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩ টার সময় “নবনির্বাচিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১”-এর সেমিফাইনাল খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব বনাম দেউলি সবুজ সংঘর মাঝে টান টান উত্তেজনাপূর্ণ উক্ত ফুটবল খেলায় বিভিন্ন গ্রাম থেকে আগত শতশত ফুটবল প্রেমিদের করতালিতে এক আনন্দ ঘন মুহুর্তে সৃষ্টি হয়। ৯০ মিনিটের খেলায় গোল শূন্য থাকলে ট্রাইবেকারে মাধ্যমে উক্ত বিজয়ী নির্ধারণ করার সিদ্ধান্ত নেন রেফারী। ট্রাইবেকারে দেউলী সবুজ সংঘ ৫-৪, ৫-৪, ১-০ গোলে বিজয়ী হয়ে ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করে।
উল্লেখ্য ৮টি ফুটবল দল নিয়ে উক্ত ফুটবল টুর্নামেন্ট। গতকালের সেমিফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারীঃ মোঃ সাজ্জাত হোসেন এবং সহকারী রেফারী আঃ সালাম ও সেলিম উদ্দীন।