কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার মদনায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে তৃতীয় দল হিসেবে জীবননগর একাদশ সেমিফাইনালে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় মদনা মাধ্যমিক বিদ্যালয়মাঠে বিপ্লব প্লেবয় চুয়াডাঙ্গার স্পোটিং ক্লাব বনাম জীবননগর একাদশের মধ্যে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসা শত শত দর্শক উপভোগ করে খেলাটি। খেলায় জীবননগর একাদশ ৫-৪ গোলে টাইব্রেকারে বিপ্লব প্লেবয় চুয়াডাঙ্গার স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন লিপুন, আলো ও সুবাস। খেলা নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারাই খেলাটি টাইব্রেকারে গড়াই। এতে জীবননগর একাদশ ৫-৪ গোলে জয়লাভ করে। এ সময় উপস্থিত ছিলেন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুন্তাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক হাসমত আলী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ মাহমুদুল হাসান লিটন, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, দর্শনা থানার এসআই আলমগীর হোসেন, আ.লীগ নেতা এমএ ফয়সাল, হারুন অর রশিদ, মফিজুল হক, আব্দুল মান্নান, রাজ হোসেন, রিপন, মিজানুর মাস্টার, রাজ হোসেন, জুবায়ের, জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, ফারুক হোসেন, ইসলাম, নাহিদ, হালিম, সানাউল্লাহ, জাকির হোসেন লিটন, কালিপদ হালদার, শিক্ষক মোকছেদুল মালিতা, শামসুল মেম্বার, জাকির হোসেন লিটন, আক্তার, সাজ্জাদ হোসেন, প্রমুখ। খেলায় ধারাভাষ্য দেন ফরজ আলী, হাসান আলী এবং শামিম। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত আলমগীর। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদ হোসেন।