দামুড়হুদা অফিস: দামুড়হুদার ডুগডুগি শামীম স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের ৪র্থ খেলায় ইয়াং স্টার ১২৬রানের বড় ব্যবধানে জয়ী হয়েছে। গতকাল বুধবার বিকেলে ডুগডুগি ফুটবল মাঠে ডুগডুগি ইয়াং স্টারক্লাব বনাম কাদিপুর স্পোটিং কøাব মুখোমুখি হয়। টচে জিতে ইয়াং স্টার ক্লাব ব্যাট করতে নেমে ৬উইকেট হারিয়ে ১৯৬রানের পাহাড় গড়ে তোলে। দলের পক্ষে আরাফাত ১৭বলে ৫৫রান করে। ১৯৭রানের জয়ের লক্ষে খেলতে নেমে মাত্র ৭০রান করে অলআউট হয় কাদিপুর স্পোটিং ক্লাব। রাশেদ মূল্যবান দুটি উইকেট লাভ করে। খেলা শুরুর আগে হাউলী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছোটদুধপাতিলা গ্রামের কৃতি সন্তান প্রাণী চিকিৎসক জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং দুটি দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন। খেলা শেষে তিনি ম্যান অব দ্যা ম্যাচ আরাফাত হোসেন ও সেরা বোলার রাশেদ কে পুরষ্কার প্রদান করেন। খেলার আম্পেয়ার ছিলেন অমিত ঘোষ ও তরুণ কুমার। এসময় উপস্থিত ছিলেন আরিফ হোসেন, সহিদুল ইসলাম, আবু তালেব প্রমুখ।