দামুড়হুদা অফিস: দামুড়হুদার ডুগডুগি গ্রামের ফুটবল মাঠে শামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলার উদ্বোধনের পর শামীমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ১ মিনিট নিরাবতা পালন করা হয়। গতকাল শনিবার বিকেলে ডুগডুগি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে উদ্বোধনী খেলায় টস জিতে ব্যাট করতে মাঠে নেমে বন্দর আগমনী স্পোর্টিং ক্লাব মেহেরপুর নির্ধারিত ১২ ওভারের খেলায় ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। ১২০ রানের টার্গেট নিয়ে বনানী স্পোর্টিং ক্লাব দামুড়হুদা সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে পরাজিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুর হান্নান পটু, ৫নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ মিন্টু, প্রবীণ ব্যক্তি গোলাম রসুল। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াসিম ঘোষ, আরাফাত, আরিফুল ইসলাম প্রমুখ। ডুগডুগি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে খেলায় রেফারির দায়িত্বে ছিলেন শহিদুল ইসলাম ও হাফিজুর রহমান। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অধিনায়ক রাহুল। খেলার উদ্বোধনের আগে দোয়া পরিচালনা করেন ডুগডুগি জামে মসজিদের ইমাম মাও, সামিউল ইসলাম। ধারাভাষ্যকার ছিলেন মমিনুল ইসলাম মমিন, জীবন আহমেদ। আজকের খেলায় অংশগ্রহণ করবেন বোয়ালিয়া আর্দশ ক্লাব ও জাগরণী ক্লাব।