দামুড়হুদার চারুলিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

দামুড়হুদা অফিস: দামুড়হুদার চারুলিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে চারুলিয়া যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত খেলায় দামুড়হুদা একাদশ জয়লাভ করে। দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া দারুস সুন্নাহ্ নুরুন্নাহার রুহুল আমিন কাওমী মাদরাসার মাঠে অনুষ্ঠিত খেলায় আংশগ্রহণ করে দামুড়হুদা একাদশ বনাম চারুলিয়া ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময়ে চারুলিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে দামুড়হুদা একাদশ। এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, চারুলিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আর্নাস আলি। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা ফুটবল জগতের প্রান পুরুষ ক্রীড়া প্রেমী শহিদ আজম সদু ও জাকির হোসেন।

Comments (0)
Add Comment