কুড়লগাছি প্রতিনিধি : দামুড়হুদার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস ভৈরবপাড়া ফুটবল মাঠে চন্দ্রবাস ভৈবরপাড়া যুবসংঘের আয়োজনে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কানাইডাঙ্গা একাদশ জয়লাভ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নতিপোতা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ফজলুল হক। আরও উপস্থিত ছিলেন, ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার, নুর ইসলাম, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম। ধারাভাষ্যকার ছিলেন নুর হাকিম ও জাকির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্টে কমিটির সভাপতি হযরত আলী। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর উথলী একাদশ ও কানাইডাঙ্গা ফুটবল একাদশের মধ্যে খেলায় কানাইডাঙ্গা ৪-০ গোলে উথলী একাদশকে পরাজিত করে কানাইডাঙ্গা ফুটবল একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের সেরা খেলোয়াড় হন কানাইডাঙ্গা একাদশের পাভেল। রেফারির দায়িত্বে ছিলেন, নিপুণ, রমযান ও আজিজুল।