উদ্বোধনী ম্যাচে ৯নং ওয়ার্ড জিতেছে
দর্শনা অফিস ঃ “মাদককে না বলি, খেলাধূলায় মননিবেশ করি” এ শ্লোগানকে বুকে ধারণ করে দর্শনা পৌরসভা কর্তৃপক্ষ দুটি ফুটবল টিম গঠনের উদ্দ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বাছাই করে খেলোয়ারদের মননীত করা হবে। বাছাই পর্বের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার বিকালে কেরুজ কর্ণেল মাঠে। উদ্বোধন করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহবুদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি এরশাদ আলী, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর মনির সরদার, আ.লীগ নেতা কামাল উদ্দিন আহমেদ সান্টু, নেফাউর রহমান মন্টু, যুবলীগ নেতা মামুন শাহ, ফয়সাল, মতিয়ার রহমান বাবু, সাইফুল ইসলাম হুকুম, আ. করিম প্রমুখ। এ ছাড়াও খেলোয়ার বাছাই কমিটির প্রধান জাতীয় ফুটবল টিমের কোচ সরোয়ার হোসেন মধু, সাবেক জাতীয় ফুটবলার গিয়াস উদ্দিন পিনা ও চুয়াডাঙ্গা লায়ন্স ক্লাবের সভাপতি বিপ্লব হোসেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয়া ৪নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে ৯নং ওয়ার্ড জিতেছে। খেলাটি পরিচালনা করেন সুভাষ, তরিকুল ও নিপুন। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক হানিফ মন্ডল ও হাসান মাস্টার।।