দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়িয়ায় বৈশাখী ফুটবুল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়ারদের মধ্যে ফুটবল ও দাবা সেট বিতরণ করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর। গতকাল বুধবার বিকালে আকন্দবাড়িয়া কেরুজ মাঠে বাউল পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচে প্রধান অতিথির বক্তব্যকালে শহীদ তিতুমীর বলেন, এ প্রজন্মকে মাদকের ভয়াবহতা জানাতে হবে। খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, বিএনপি নেতা মোমিনুল ইসলাম, ফরমান আলী, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম হুকুম, আশরাফুজ্জামান বেল্টু প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মনিরুজ্জামান ধীরু বাউল। পরে দর্শনা আজমপুর ও মোহাম্মাদপুরের ফুটবল ও দাবার কোর্ট বিতরণ করেন ওসি শহীদ তিতুমীর।