দর্শনা অফিস ঃ দর্শনা শান্তিনগরে মিলন স্মুতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। গতকাল বুধবার বিকালে শান্তিনগর সুগন্ধা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসম্পাদক আ. মান্নান খান ও দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা। শান্তিনগর উইলস্ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়ে দর্শনা হোম এপ্লাইন্সকে ৫-০ গোলে হারিয়ে কোলকাতা শাড়ী হাউজ জিতেছে। খেলা পরিচালনা করেন নিপুন, জাহিদুল ও লিটা। সাবির্ক সহযোগীতায় ছিলেন, টিটু, হাবিবুর, শফি, মিঠু, রানা, শামীম, মিনু, তরুন, রাজ, পাভেল, জুয়েল প্রমুখ।।