ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন সালাহ

মাথাভাঙ্গা মনিটর: বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। লিভারপুলে যোগ দেয়ার পর প্রথম মসুমেই জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। নিজ দেশ মিশরেও খুব জনপ্রিয় মোহামেদ সালাহ। আর এবার তার মুখোশ পড়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন চার ডাকাত। জানা গেছে, মিশরের রাজধানী কায়রোর পার্শ্ববর্তী নাসর শহরে একটি দোকানে মোহামেদ সালাহ’র মুখোশ পড়ে ডাকাতি করার চেষ্টা করে চার ডাকাত। পরে পুলিশ খবর পেয়ে ওই দোকান থেকে তাদেরকে আটক করে। আটকের পর ওই ডাকাতদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মিশরের পুলিশ। ২০১৭ সালে রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই নিজেকে সেরা প্রমাণ করে যাচ্ছেন মোহামেদ সালাহ। লিভারপুলের হয়ে তার চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখছে পুরো বিশ্ব। চলতি মরসুমে প্রথম মিশরীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।

Comments (0)
Add Comment