স্টাফ রিপোর্টার: ১৭ মার্চ হামজা চৌধুরীর বাংলাদেশ সফর ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। তবে সেই উচ্ছ্বাসের পর্দা নামল আজ, ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই প্রবাসী ফুটবলার। যাওয়ার আগে ভক্তদের ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন, তিনি আবার ফিরবেন জুনে। মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলে সকালে শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকায় ফেরে বাংলাদেশ দল। বিকালে দেশে ফেরেন হামজাও। তবে তিনি ছিলেন মাত্র এক রাতের জন্য। বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ছেড়েছেন তিনি। দলের অন্য সদস্যরা যার যার ক্লাবে যোগ দেবেন বা ঈদের ছুটিতে বাড়ি ফিরবেন। ঢাকা ছাড়ার আগে হামজা এত উষ্ণ অভ্যর্থনার জন্য ভক্ত এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমি বোঝাতে পারব না। ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’ ১০ দিনের সংক্ষিপ্ত সফর শেষে জুনে আবার ফিরবেন হামজা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচ খেলতে মাঠে নামবেন তিনি। এদিকে, ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনের পয়েন্ট তালিকায় দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে, তবে লিডস ইউনাইটেডের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আছে। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ মিস করতে চান না বলেই দ্রুতই ক্লাবে ফিরে যাচ্ছেন হামজা।