জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌঁড় উপলক্ষে প্রস্তুতিসভা

জীবননগর ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। সভায় ম্যারাথন দৌঁড়ে অংশগ্রহণে ইচ্ছুকদের মোবাইল অ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলকসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, শিকড় সমাজ কল্যাণ সংস্থার জেলা সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ ও এনজিও প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ সভায় ম্যারাথন দৌঁড়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

 

Comments (0)
Add Comment