হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার মাধবপুরে একদিনের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মেহেরপুর জেলা একাদশকে হারিয়ে মাধবপুর একাদশ জয়ী হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলায় মেহেরপুর জেলা একাদশ ১-০ গোলে মাধবপুর একাদশ জয়ী হয়। খেলায় মাধবপুর একাদশের খেলোয়াড় রাজু ১টি গোল করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজাদ বিশ^াস, মহিউদ্দীন বিশ^াস, নজরুল ইসলাম, আ.লীগের নেতা ওসমান, নাসির উদ্দীন, আক্তার হোসেন ফেলু, সাংবাদিক আল আমিন প্রমুখ। খেলায় মাধবপুর একাদশের অধিনায়ক ছিলেন নাসরুল ইসলাম ও মেহেরপুর জেলা একাদশের শাহিন। খেলায় রেফারির দায়িত্ব ছিলেন হাবিবুর রহমান হাদান, লাইচম্যানে ছিলেন সোহেল রানা ও গালিব বিশ^াস।