জীবননগর ব্যুরোঃ জীবননগর উপজেলার উথলী ক্রিকেট একাডেমির আয়োজনে মুজিব শতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকেল ৩ টার সময় উথলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উথলী সূর্য্যতোরণ ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, জীবননগর উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুল হক স্বপন, সেনেরহুদা যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমুখ।
চূড়ান্ত পর্বের খেলায় উথলী রাবা ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি দর্শনা নয়ন মনি গার্মেন্টস ক্রিকেট একাদশকে ৩ উইকেটে পরাজিত করে। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ইদ্রিস আলী ছোট ও শাহিন আলম সিন্টু।