আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ফুটবল মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩ টায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের আয়োজনে প্রবীণজন গোষ্ঠির জীবনমান উন্নয়নে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাঁড়িভাঙ্গা ও ফুটবল খেলায় অংশগ্রহণ করেন, ইউনিয়ন প্রবীণ হৈতষী সংঘের সভাপতি মহাসীন খান, ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শিক্ষক শেখ সেকেন্দার আলী, সাংবাদিক নারায়ণ ভৌমিক, হাজি রিশারত আলী, মির্জা শাহাবুদ্দিন, মির্জা আমির হোসেন পচুন, আবুল হাশেম, আবু বাক্কা, শেখ দবিবুর রহমান দবা, শেখ তোরাপ আলী প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আর আর এফ ফাউন্ডেশনের ইউনিয়ন সমš^য়কারী আরিফুল ইসলাম ও ধারাভাষ্যকর ছিলেন শেখ রাশেদুজ্জামান রাশেদ।