মেহেরপুর অফিস: বিসিবির উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছে। গতকাল বুধবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় সরকারি উচ্চ বিদ্যালয় ৭৯ রানের বিশাল ব্যবধানে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৪১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহানুর সর্বোচ্চ ৫৬ রান করে।
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিপ্লব ৪টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৩৩.৩ ওভারে ১৩৩ রান করে সবাই আউট হয়ে যায়। শয়ন দলের পক্ষে ৪৩ রান করেন। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সোহানুর ৩টি উইকেট দখল করেন।