স্টাফরিপোর্টার :জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাম্পিংয়ে ডাক পেয়েছে চুয়াডাঙ্গার মেয়ে হাফিজা। গতকাল এ খবর জানান,মহাতাব বিশ্বাস প্রমিলা ফুটবল একাডেমির কোচ কাম পরিচালক সালাউদ্দিন বিশ্বাস মিলন। তিনি আরো বলেন,জে এফ এ কাপ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতায় খেলে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল টিমে ডাক পেয়েছে আমার একাডেমির খেলোয়াড় হাফিজা খাতুন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার জেলার মেয়েরা ভালো খেললেও চুয়াডাঙ্গা ডি এফ এ এদেরকে মুল্যায়ণ করে না। তাই হাফিজা মাগুরা জেলা দলের গোল রক্ষক হিসেবে খেলে তার কৃতিত্ব প্রমাণ করে। উল্লেখ্য মাগুরা জেলা দল জে এফ এ কাপ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল শুক্রবার হাফিজা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সে চুয়াডাঙ্গা বাসির কাছে সে দোয়া চেয়েছে। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার হাফিজাকে ক্রেস্ট উপহার দিয়ে তাকে অনুপ্রাণিত করেন।