মাথাভাঙ্গা মনিটর: লকডাউন থেকে ফিরে লা লিগায় খেলতে নেমে নিজের করা গোলটিকে জর্জ ফ্লয়েডকে উৎসর্গ করেছেন রিয়াল মাদ্রিদের মার্সেলো। এইবারের বিপক্ষে রিয়াল রোববার ৩-১ গোলের জয় পায়। টনি ক্রুস, সার্জিও রামোস ও মার্সেলো জালের দেখা পান। এইবারের হয়ে একমাত্র গোলটি করেন পেদ্রো বিগাস। দলের হয়ে তৃতীয় গোল করার পর মার্সেলো হাঁটু গেড়ে কুর্নিশ করেন। ব্ল্যাক লাইভস ম্যাটারের সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা গত কয়েক দিন ধরে এভাবে সংহতি যাচ্ছেন। গত ২৫ মে আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হন জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। সেই থেকে দেশে দেশে আন্দোলন শুরু হয়েছে। মার্সেলোর মতো হাঁটু গেড়ে অনেক ফুটবলার জর্জ ফ্লয়েডকে স্মরণ করছেন। এভাবে বেশি সংহতি জানাতে দেখা গেছে বুন্দেসলিগার বিভিন্ন ক্লাবকে। ০৩-১ গোলের এই জয়ে রিয়াল পয়েন্ট টেবিলে ২ পয়েন্টের ব্যবধানে বার্সাকে তাড়া করছে। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।