মাথাভাঙ্গা মনিটর: চলতি মাসেই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ৮ জাতি নিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক আসরের খেলা মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ৯ মার্চ লাহার/দুবাইর ফাইনালের মধ্যে দিয়ে। খেলা মাঠে গড়ানোর আগে ইতিমধ্যে দল নিয়ে চলছে নানা বিশ্লেষণ। দীর্ঘ ৮ বছর শুরু হতে যাওয়া এই আসরে পছন্দের দুই ফাইনালিস্টকে বেছে নিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। সাবেক অজি তারকা পন্টিংয়ের মতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া খেলবে। আইসিসি রিভিউয়ে সানজানা গনেসানকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও ভারতকে পাশ কাটিয়ে যাওয়া কঠিন। দুই দলের বর্তমান প্লেয়ারদের মেধার ব্যাপারটি চিন্তা করুন, বড় বড় ফাইনালের অতীত ইতিহাসও দেখুন। অনিবার্যভাবে ফেবারিট হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতের নাম এসে যায়।’ আইসিসির সর্বশেষ টুর্নামেন্টের দিক তাকালে দেখা যায় ভারত আর অস্ট্রেলিয়াকে ছাড়া নেই।
২০২৩ সালে টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে এই দুই দল। দুই বিশ্বকাপেই ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় অস্ট্রেলিয়া। আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানকেও ফেভারিট তালিকায় রেখেছেন পন্টিং। সর্বশেষ ২০১৭ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করা পাকিস্তানকে নিয়ে পন্টিং বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তানও ভালো ক্রিকেট খেলছে। সম্প্রতি ওয়ানডেতে অসাধারণ সময় কাটছে পাকিস্তানের।’ রিকি পন্টিংয়ের সুরে সুর মিলিয়েছেন রবি শাস্ত্রী ও। তিনি বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনাই বেশি।’